Homeমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।। by Earn Money Online -12:03 AM 0 মিলন হবে কত দিনেআমার মনের মানুষের সনে।।মিলন হবে কত দিনেআমার মনের মানুষের সনে।।চাতক প্রায় অহর্নিশিচেয়ে আছে কালো শশী।হব বলে চরণদাসীতা হয় না কপাল গুণে।।মেঘের বিদ্যুৎ মেঘে যেমনলুকালে না পায় অন্বেষণ।কালারে হারায়ে তেমনঐ রূপ হেরি এ দর্পণে।।ঐ রূপ যখন স্মরণ হয়থাকে না লোকলজ্জার ভয়।লালন ফকির ভেবে বলে সদাইও প্রেম যে করে সেই জানে।। Tags: মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে।। Facebook Twitter