খেলাধুলা


আইপিএল শুরু ৫ এপ্রিল

বোর্ডের সঙ্গে ঝামেলার কারণে আইপিএলের নিলাম পেছালেও এপ্রিল থেকেই শুরু হচ্ছে আইপিএলের দশম আসর। ৫ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই আসর। ২১ মে হবে ফাইনাল। সানরাইজার্স হায়দরাবাদ যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, আইপিএলের নিয়ম অনুযায়ী উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ এবার তাই অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে আইপিএলের প্রশাসকদের কমিটি (সিওএ)।
প্রতিযোগিতা যথাসময়ে শুরু হলেও পিছিয়েছে আইপিএলে নিলাম। কবে নিলাম হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি আইপিএল গভর্নিং কমিটি। তবে শোনা যাচ্ছে, এ মাসের শেষ সপ্তাহে হতে পারে আইপিএলের নিলাম। মূলত বোর্ডের সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের ঝামেলার কারণেই পিছিয়ে গেল নিলাম প্রক্রিয়া।
প্রশাসক কমিটির একজন বলেন, ‘ভারতীয় ক্রিকেটে বোর্ডের কর্তাব্যক্তি নিয়োগ হতে দেরি হওয়ায় নিলাম কিছুটা পিছিয়ে গেল। তবে আসর যথাসময়েই শুরু। নিলাম ও টুর্নামেন্টের সময়সূচিও শিগরিগই প্রকাশ করা হবে।’
এ বছর নিলামের হাতুড়ির নিচে আসবেন প্রায় ৩০০ ক্রিকেটার। তাঁদের মধ্যে ৭৬ জন ডাক পাবেন আইপিএলের বিভিন্ন দলে। মার্টিন গাপটিল, উন্মুক্ত চাঁদ, বেন স্টোকস, কোরে অ্যান্ডারসন, আলবি মরকেলের মতো তারকাদের ওপর চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলবেন কলকাতা নাইট রাইডার্সে এবং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন মুস্তাফিজুর রহমান।

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Popular Posts