প্রতিবন্ধীদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে স্বাবলম্বী করতে বিশেষ ভূমিকা পালন করছে কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। এছাড়াও অটিজম হেলথ কেয়ার স্টোরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিশেষ থেরাপির মাধ্যমে স্বাভাবিকভাবে চলা ফেরা করতে বিশেষ ভূমিকা পালন করছে। ব্যতিক্রম ধর্মী এ বিদ্যালয়টির প্রতিবন্ধী শিশুরা নিজেদের যোগ্যতায় খেলাধুলায় বিশেষ আবদানের ন্বীকৃতি স্বরুপ আগামী বছর বিশেষ অলেম্পিক গেমস খেলতে জার্মানি যাবার সুযোগ পেয়েছে। কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছের ডা. মো. জাকির হোসেন। ডা. মো. জাকির হোসেন অটিজম এর উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে ২০১৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মুজিব শতবর্ষে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় এ স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে যাচ্ছে এ বিদ্যালয়টি। এ বিদ্যালয় থেকে প্রতিবন্ধীদের ২০টি হুইল চেয়ার ও ১৫টি হেয়ারিং এইড প্রদান করা হয়। এ পর্যন্ত ৫২৭০ জন প্রতিবন্ধী বিনা মূল্যে এখান থেকে সেবা গ্রহন করেছে। এরমধ্যে ৫০ থেকে ৬০ জন প্রতিবন্ধী স্বাভাবিক জীবনে পিরে এসেছে। প্রতিবন্ধীদেরা এখান থেকে লেখা পড়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষন নিয়ে দেশ গড়ায় অংশ নিচ্ছে।
Tags:
• জাতীয়