বঙ্গবন্ধুকে নিয়ে অ্যানিমেটেড চলচ্চিত্র


টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার কাহিনির আলোকে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন চলচ্চিত্র 'খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা'। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ১৯ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের চলচ্চিত্রটি পরিচালনা করছেন মো. হানিফ সিদ্দিকী। 

মুজিববর্ষের প্রথম দিন অর্থাৎ আগামীকাল ১৭ মার্চ চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানান এর প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাগামীল্যাবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তসলিমা খানম। 

তিনি বলেন, এই প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতেই আমার এই প্রয়াস। 

এটি ছোট-বড় সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে নির্মাণ করেছি। ইতোমধ্যে এটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে; দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

 টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার কাহিনিই তুলে আনা হয়েছে এ চলচ্চিত্রে। এর কাহিনী সম্পাদনা ও নাট্যরূপ দিয়েছেন রুদ্র সাইফুল, তসলিমা খানম ও সানজিদা শারমিন প্রমি।

sourch of;samakal.

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts