জঙ্গলে পড়ে ছিল নবজাতকটি



ঢাকার সাভার পৌরসভার ব্যস্ততম এলাকা মুক্তির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।
মুক্তির মোড়ে সাদিয়া টাওয়ার নামের একটি ভবনের তত্ত্বাবধায়ক সম্রাট ফকির বলেন, আজ বুধবার বিকেল চারটার দিকে তিনি টাওয়ারে বসে ছিলেন। তখন মুক্তিরমোড়ে মসজিদের পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তিনি সেখানে গিয়ে একটি থলের ভেতরে এক কন্যা নবজাতকে দেখতে পেয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, নবজাতকের বয়স ১২ থেকে ১৫ ঘণ্টার বেশি নয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকটি সুস্থ আছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, উদ্ধার হওয়া নবজাতক পুলিশ হেফাজতে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Source: prothom alo
Earn Money Online

https://dailynewstimesbd.com/

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts