রংপুরে আইনজীবী রথীশচন্দ্র হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধার মৃত্যুদণ্ড

রংপুরে আইনজীবী রথীশচন্দ্র হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধার মৃত্যুদণ্ড

রংপুরে আইনজীবী রথীশচন্দ্র হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধার মৃত্যুদণ্ড আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক, সঙ্গে তার স্ত্রী স্নিগ্ধা সরকার রংপুরে আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় স্নিগ্ধা সরকার ওরফে দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক এ আদেশ দেন। রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার। আলোচিত এ হত্যা মামলায় মোট ৩৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলার চার্জশিটভুক্ত দুই আসামির মধ্যে একমাত্র জীবিত আছেন স্নিগ্ধা সরকার। তার প্রেমিক কামরুল ইসলাম গত বছরের ১০ নভেম্বর ভোরে কারাগারে বন্দি থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গত বছরের ২৯ মার্চ রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পাঁচদিন পর (৩ এপ্রিল) রথীশের বাড়ি থেকে কিছু দূরে তাজহাট মোল্লাপাড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে বালুচাপা দেওয়া রথীশের লাশ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে রথীশের ভাই সুশান্ত ভৌমিক মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলাও করেন তিনি।
Earn Money Online

https://dailynewstimesbd.com/

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts