পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

সূর্য থেকে নির্গত একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০টা ৩৮ মিনিটে এ ঘটনা পর্যবেক্ষণ করে সংস্থাটি। একই দিনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সূর্য থেকে আরেকটি মাঝারি মাত্রার সৌরতরঙ্গ নির্গত হওয়ার খবর পাওয়া যায়। তবে এর চার ঘণ্টা ব্যবধানে আরেকটি সৌরতরঙ্গ নির্গত হওয়ার কথা জানান গবেষকরা। ধারণা করা হচ্ছে আগেরটির তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর জেরে মেরু অঞ্চলে মেরুপ্রভা দেখা যেতে পারে। তবে জারি করা হয়েছে সতর্কতাও।

সৌরঝড়ের প্রভাবে ভূ-চুম্বকীয় পরিবর্তনের জেরে স্যাটেলাইট সিগন্যালে বাধা সৃষ্টি হতে পারে। যার ফলে ইন্টারনেট বিশেষত জিপিএস সিগন্যালে সমস্যা দেখা যাওয়ার আশঙ্কা থাকছে। র‌্যাডার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে, বিমান চলাচলেও সামিয়ক বাধা দেখা দিতে পারে।
সূর্যের বহিঃস্তরের উচ্চতাপযুক্ত প্লাজমার আবরণ থেকে তড়িদাহত কণার স্রোত বেরিয়ে আসে। এবং ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলা হয় সৌরঝড়।
Earn Money Online

https://dailynewstimesbd.com/

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts