যে রক্তের গ্রুপে করোনার ঝুঁকি কম


করোনা তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ দিন দিন ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। মৃত্যুবরণও করছে। এ অবস্থায় জানা গেলো- যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে কম। সম্প্রতি চীনের গবেষকদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের গবেষকরা উহান ও শেনজেনের ভাইরাস আক্রান্ত ২ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে এই গবেষণা করেছেন। গত ১১ মার্চ ওই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, ‘এ’ গ্রুপের মানুষের আক্রান্তের হার বেশি এবং তাদের অবস্থাও অন্যদের তুলনায় গুরুতর ছিল।
এটাকে প্রাথমিক গবেষণা হিসেবে উল্লেখ করে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রক্তের গ্রুপ বিবেচনা করতে সরকার ও চিকিৎসকদের কাছে আহ্বান জানিয়েছেন গবেষকরা।
গবেষণার নেতৃত্বে ছিলেন উহান বিশ্ববিদ্যালয়ের ওয়াং জিংহুয়ান। তিনি বলেছেন, ‘যাদের রক্তের গ্রুপ ‘‘এ’’ তাদের ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি। তাই তাদের প্রতি বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়াতে হবে। এ ছাড়া তাদের চিকিৎসায় অধিকতর যত্নের প্রয়োজন হতে পারে।’
গবেষণাপত্রে বলা হয়েছে, ‘যাদের রক্তের “ও” তাদের সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম ছিল।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে মারা যাওয়া ২০৬ জনের ৮৫ জনের রক্তের গ্রুপ ‘এ’ এবং ৫২ জনের রক্তের গ্রুপ ‘ও’। ‘এ’ গ্রুপের রোগীদের মৃতের হার ‘ও’ গ্রুপের রোগীদের চেয়ে ৬৩ শতাংশ বেশি।
তবে কী কারণে বিভিন্ন গ্রুপের রক্তের করোনার প্রভাব ভিন্ন তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts