অবশেষে রনি নিহতের ঘটনায় মামলা



গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (১৬) সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মামলা হয়েছে। ভুলু শেখকে প্রধান আসামি করে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরো ৫/৬ জনের কথা উল্লেখ রয়েছে।

গত শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর থানায় নিহতের মামা বরকত শেখ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। তবে ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কেউকে গ্রেপ্তার করতে পারেনি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম মামলার দায়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মামলায় উল্লেখিত ব্যক্তিরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। দ্রুত সময়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি বলেন।

এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত শেষে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম কবরস্থানে রনির লাশ দাফন করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ওই এলাকায় শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে একটি গুলি এসে লাগে রনি হাওলাদারের শরীরে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়ার কথা ছিল।
Earn Money Online

https://dailynewstimesbd.com/

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts