‘কারিতাস রোমানা’: অপূর্ব এক মানবতার দৃষ্টান্ত

বার্তলোমে এস্তেব্যান মুরিলো (Bartolome Esteban Murillo) ১৬১৭ সালের ৩১ ডিসেম্বর স্পেনের সেভিলে জন্মগ্রহণ করেন। গ্যাস্পার এস্তেব্যান (Gaspar Esteban) ও মারিয়া পেরেজ (María Perez) দম্পতির ১৪ সন্তানের মধ্যে মুরিলো ছিলেন সর্বকনিষ্ঠ। মুরিলোর বয়স যখন ১০ বছর, তখন তার বাবা গ্যাস্পার মারা গেলে তিনি তার বোনের সংসারে চলে আসেন। এরপর স্পেন থেকে তারা আমেরিকা চলে যান। মুরিলো প্রায় ১২ বছর বয়স থেকেই চারুশিল্প চর্চা শুরু করেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি একজন ভালো চিত্রশিল্পী হয়ে উঠেন। মুরিলোর জীবনের জন্য ১৬৪৫ সাল ছিল টার্নিং পয়েন্ট। এ বছরই তিনি একজন চিত্রশিল্পী হিসেবে ব্যাপক নাম করেন। সর্বমহলেই তার আঁকা দারুণ প্রশংসিত হতে থাকে। একসময় তিনি আমেরিকা ছেড়ে ইতালির মাদ্রিদে চলে আসেন। এখানেই তিনি স্থায়ী হন। মুরিলোর আঁকা তৈলচিত্রসহ অন্যান্য চিত্রশিল্প ছিল অসাধরণ সব গল্পের পটভূমি। এরমধ্যে ‘কারিতাস রোমানা’ শিরোনামে তার কিছু ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে। এবং তা অপূর্ব এক মানবতার দৃষ্টান্ত হিসেবেই রোমান ক্যাথিলিকদের কাছে সমাদৃত। শুধু তাই নয়, পুরো বিশ্বের বর্তমান প্রজন্মের কাছেও মুরিলোর ‘কারিতাস রোমানা’ মানবতার দৃষ্টান্ত হয়ে আছে।
Earn Money Online

https://dailynewstimesbd.com/

Post a Comment

আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আপনাদের সকল মেসেজ গুলি আমি দেখি, ব্যাস্ততার জন্য অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয়না, আশা করি সময় করে সবার উত্তর দিবো,, ধন্যবাদ সাথে থাকার জন্য

Previous Post Next Post

Popular Posts