আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকি সেনাবাহিনী মার্কিন বাহিনীর সহযোগিতায় ধীরে ধীরে ইরাককে আইএস মুক্ত করতে চলেছে। কিন্তু চিনের কাছে দুশ্চিনআর কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসলামি এই জঙ্গি সংগঠন।
আইএসের প্রতি আনুগত্য দেখিয়ে এ বার বেজিংয়ের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে উইঘুর সম্প্রদায়। সম্প্রতি একটি হুমকি ভিডিও প্রকাশ করেছে তারা। আধ ঘণ্টার সেই ভিডিওতে চীনের প্রতি হুমকি দিয়ে বলা হয়েছে, ‘এ বার রক্তের নদী বইবে চীনের বিভিন্ন এলাকায়’।
উইঘুররা মূলত চিনের ঝিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়। বেজিং তাদের দীর্ঘদিন উপেক্ষিত রেখেছে বলে অভিযোগ তাদের।
বিশেষজ্ঞেরা এই হুমকিকে হাল্কা চোখে দেখতে রাজি নন। তবে বেজিং বিষয়টি নিয়ে বিশেষ হইচই করেনি। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি মোকাববিলায় আন্তর্জাতিক সহযোগিতা আশা করছে তারা।
Tags:
• আন্তর্জাতিক